রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম খাদিজা আক্তার (১৮)। তিনি তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় খাদিজা মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।