নিখোঁজ সংবাদ
রতন (২০) নামের একটি ছেলে হারিয়ে গেছে। গত ৪ঠা ফেব্রয়ারি ২৩ ইং তারিখ সন্ধা ৬টায় সময়। কাটাখালি থানা এলাকা থেকে হারিয়ে গেছে। নিখোঁজ রতন কাটাখালি থানাধীন শ্যামপুর নগরপাড়া মহল্লার বাসিনাদা। তার পিতার নাম, মো: শহিসুজ্জুদিন, মাতার নাম, মোসা: রাহেলা বেগম। রতনের গায়ের রং শ্যামলা, নাদুসনুদুস বডি। উচ্চতা ৫’-৪”, তোতলা কথা দু’একটা বলতে পারে। তবে বাড়ির ঠিকানা বলতে পারবে না। তার গায়ে সাদা চেক শার্ট ও পড়নে সাদা ও আকাশি রঙ্গের চেকচেক লুঙ্গি ছিলো। সে মাধায় গোল টুপি পরিহিত অবস্থায় হাটতে হাটতে অজানার উদ্দেশ্য চলে গেছে। কোন হৃদ্বয়বান ব্যাক্তি তার খোজ পেলে কাজী এনায়েত উল্লাহ, বিনোদপুর কাজী অফিস। রাজশাহী সিটি কর্পোরেশন, ওয়ার্ড নং-৩০ (ত্রিশ) পো: বিনোদপুর বাজার, থানা : মতিহার এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল নম্বর : ০১৭৫৮-৯৯৬১৬০ ও ০১৭১৬-২৫৯৮৫৯