মৌলভীবাজারে ছিন্নমূলের মানু্ষের কষ্ট লাঘব করতে কম্বল নিয়ে তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের চৌমোহনা ও কোর্ট বাজার এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল ছিন্নমূল,বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে বিতরণ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহিদ আখতারসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।