মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রনজিত নুনিয়া(৩০) নামে ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়, এএসআই হিমু বড়ুয়া ও এএসআই পরিমল শীল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে রনজিত নুনিয়াকে গ্রেফতার করেন।
পুলিপ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনজিত নুনিয়া কমলগঞ্জ থানার ২০১৩ সালের একটি চুরির মামলায় পেনাল কোডের ৩৭৯ ধারায় ২ বছর এবং ৪৪৭ ধারায় ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামী
গ্রেফতারকৃত নুনিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....