২২ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় শেরপুর সদর উপজেলার চরসাপমারী পশ্চিম পাড়া সাইয়িদ আবুল হাসান আলী নদভী রহ. নুরানী মক্তবের ছাএ- ছাএীদের পবিত্র ঈদ উপলক্ষে ছাএদেরকে পাঞ্জাবী, পায়জামা, ও ছাএীদেরকে বোরখা বিতরণ করা হয়েছে।
এবং বিতরণী পোশাক পরিধান করে এক আনান্দ র্যালীর আয়েজন করা হয়েছে।
উক্ত বিতরণী সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাইয়িদ আবুল হাসান আলী নদভী রহ. নুরানী মক্তবের জমিদাতা মোঃশহিদুল ইসলাম (কালু ভাই)
ও জমিদাতা মোঃরফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উক্ত নুরানী মক্তবের প্রধান শিক্ষক মওলানা মোঃতোফাজল হোসেন,
সহকারী শিক্ষক মোঃআব্দুল্লাহ্ আল আাশিক,
এবং সভার সভাপতিত্ব করেন উক্ত নুরানী মক্তবের সভাপতি মোঃমহির উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাইয়িদ আবুল হাসান আলী নদভী রহ. নুরানী মক্তবের পরিচালক, অবসর পাপ্ত শিক্ষক ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুর রউফ।
ও ছাএ- ছাএীদের পিতামাতা এবং অএ এলাকার গর্নমান্য বৃক্তিবর্গ গণ।
সর্বশেষে বিতরণী পোশাক পরিধান করে অএ এলাকার বিশেষ,বিশেষ জায়গাগুলোতে আনান্দ র্যালীর মদ্ধ্যে দিয়ে আবার উক্ত নুরানী মক্তবে ফিরে এসে এই সভাটি সমাপ্ত করা হয়।