চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার তিতুদাহ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) মো: আনোয়ারুল হক, এএসআই(নি:) মো: ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামস্থ গোলাপনগর তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে রাত আনুমানিক ০৮ টা ২০ মিনিটের সময় পেয়ারা বহনকারী পিক-আপ তল্লাশী করে ২১৬ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী ১. মো: হোসেন মন্ডল(৩১), পিতা- মৃত জয়নাল মন্ডল, মাতা- আনেহুর বেগম সাং- ছয়ঘরিয়া মাঝপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা, ২. মো: রাসেল শিকদার(৩২), পিতা- মৃত সাহেদ আলী শিকদার, মাতা- জহুরা বেগম, সাং- চাপাতলি, থানা ও জেলা- মাদারীপুর কর্তৃক উপস্থিত সাক্ষীদের সম্মুখে পিক-আপে পেয়ারার মধ্য থেকে নিজেদের হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর ....