রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে
সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত ও বিএনপির নেতাকর্মীদের
গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল
বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে খামারখালি
পয়েন্টের সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে পরে
বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে
বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈন সোহেল,
সেলিম উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, যুগ্ম সম্পাদক
নূর হোসেন, জেলা বিএনপি নেতা বাস্কর রায়, নূরুল আলম, সাখাওয়াত হোসেন,
সিরাজুল ইসলাম, সাজান মিয়া প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,
পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি মাঠে আছে মাঠেই
থাকবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
পুলিশের সঙ্গে সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত ও বিএনপির
নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা জানান। এদিকে জেলা কৃষক দলের
আহ্বায়ক আনিসুল হকের নেতৃত্বে জেলা কৃষক দলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল
বের করে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আসতে চাইলে পুলিশের বাধার মুখে
তারা। পরে পুরাতন বাসস্ট্যান্ডে এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য
রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, লুৎফুর রহমান,
তাহিরপুর উপজেলা কৃষক দল নেতা বাদল মিয়া, মোহাম্মদ আলী সহ কৃষক দলের
নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।