শনিবার ০৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে।
এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক মঞ্জুরীকৃত ২০২১-২২ খ্রিঃ অর্থ বছরে স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মধ্যে থেকে এককালীণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পুর্ন হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র
জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাঃ ওয়ালিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ কমিটির
সহ-সভাপতি মুন্সি আলমগীর হান্নান, জেলা সমাজসেবা উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্মেলন কক্ষের সামনে উপবিষ্ট প্রতিবন্ধীদের পক্ষে মোসাঃ মীম্মা সুলতানা চলমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তাঁরই ফলশ্রুতিতে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং সমাজসেবা কর্মকর্তা তাদের চলমান সমস্যা দূরীকরণে কাজ করবেন মর্মে সম্পূর্ণ আশ্বস্ত করেন।
মৌলিক চাহিদার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা, কোটা অনুযায়ী চাকুরিতে যোগদানের সুযোগসহ আর্থিক সাহায্য সহযোগিতা করা হবে। পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানে আশ্বস্ত করেন।
চলমান স্বাধীনতার মাসে বক্তারা স্মরণ করেন জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ পরিবার ও শহীদ বুদ্ধিজীবীদের এবং ৭১-এ রণাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের। ধন্যবাদ জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার জন্য।
এসময় প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে মোট ৬৮ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়। তার মধ্যে ১০টি জেলা প্রশাসন এবং ৫৮টি প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র। একই সাথে তিনটি শ্রবণ যন্ত্র(hearing aid) এবং ৫৪ জনকে ৯ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।
এ জাতীয় আরো খবর ....