ঢাকার কেরানীগঞ্জে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরাফাতুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, বাস্তা ইউপি চেয়ারম্যান আসকর আলী, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান খান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার নজরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শাহিনুর ইসলাম শাহিন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনছুর আহমেদ প্রমুখ।