রাজশাহী জেলার চারঘাটে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে খোকন আলী (৩৫) নামের যুবক নিহতর ঘটনায় খুনি মুকুল ও তার সহোযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার বিকেলে শতাধিক এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামে এ বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখিত, চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় কামরুজ্জামান ওরফে মুকুল ও মুক্তার আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কামরুজ্জামান কমিটির সভাপতি হওয়ার পর থেকে তার ইচ্ছামতো সবকিছু করেন।
এ ক্ষোভে কমিটির সাধারণ সম্পাদকসহ অনেকেই পদত্যাগ করেছেন। কিন্তু কামরুজ্জামান কিছুতেই সভাপতির পদ ছাড়েননি। এ ক্ষোভে মুক্তার আলীর পক্ষ মসজিদ থেকে বের হয়ে একটি আমবাগানের মধ্যে নামাজ পড়া শুরু করে।
গত ৮ই এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ইফতারির সময় এসব নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুজ্জামান ও মুক্তার আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মুক্তার আলীর ভাইয়ের ছেলে খোকন আলীকে কামরুজ্জামানের পক্ষের লোকজন কুপিয়ে জখম করেন।
পরে তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।