চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, পেয়াজ, মসুর, মুগ, চিনাবাদাম, খেসারীর বীজ ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে কৃষি প্রনোদনা বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।
এসময় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কুষি-সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নুর ও উপ-কৃষি-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।