মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকায় চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে ঘটনাস্থলে বিক্রয়জিৎ বর্ধন (৫৫) নামে এক সাংবাদিক মারা গেছেন। শুক্রবার (১১নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সি আর পি হসপিটালের সামনে ঘটনাটি ঘটে।
সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা। এই ঘটনায় তার সাথে থাকা বড় ছেলে জয় বর্ধন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে মৌলভীবাজার শহর থেকে ছেলের চাকুরীর পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। শ্রীমঙ্গল যাওয়ার পথে মোকামবাজার এলাকায় সড়কের পাশে একটি গাছ বিক্রমজিত বর্ধনের উপর পড়ে। সেখানে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সড়কের পাশের সরকারি গাছ চুরি করে নিয়ে যাচ্ছিলো স্থানীয় দুই বাসিন্দা। তারা সকাল থেকে লুকিয়ে গাছ কাটছিলো। সেই গাছ ভেঙ্গে পড়ে তাদের মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছের ডাল মাথায় পড়ার কারণে মাথা ভেঙ্গে গেছে ও প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের স্বজনরা হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছেন।