আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ই নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ১৬ ই নভেম্বর বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, হারদী এম এস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হকের পরিচালনায় উপস্থিত ৫৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাশেম, নুরুল ইসলাম দীপু, আবু তালেব, মাধ্যমিক বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, শংকর কুমার পাত্র, এনামুল হক,সুহানি ইয়াসমিন, আব্দুল হাই, আসাদুল হক, আতিয়ার রহমান,শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলার ৫৭ স্কুলের প্রতিটি বিদ্যালয় থেকে ৩ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তাছাড়া এক দিনের জন্য উপজেলা চত্বরে ১১টি ষ্টল ডিজিটাল মেলায় অংশ গ্রহন করবে।