আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনেতনে প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার হাদি জিয়া উদ্দিন আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রেহানা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, একাত্তরের অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, থানার এস আই বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের সচিব আনিসুর রহমান, বাড়াদী ইউনিয়ন পরিষদের সচিব সোহরাব উদ্দিন ছাড়াও কলেজ ও স্কুলের শিক্ষক বৃন্দ।