দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জনকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবনের অভিযোগে আটক করেছে। অভিযানে ৯২৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলো উপজেলার মনিরামপুর গ্রামের মৃত মালেবর রহমানের ছেলে তাহেরুল ইসলাম(৩৬) খোসলামপুর গ্রামের শ্রী বদরিয়া চন্দ্রের ছেলে শ্রী উজ্জল চন্দ্র(৩০) ইসলামপুর(গরুহাটি সংলগ্ন) গ্রামের মৃত রামচন্দ্র ঘোষের ছেলে শ্রী চিত্ত রঞ্জন ঘোষ(৩৮) দাউদপুর বাজারের মৃত মোকছেদুল হকের ছেলে মাহফুজুল হক(২৯) ও মনিরামপুর গ্রামের হোসেন আলীর ছেলে মাহামুদুল হাসান ওরফে পলাশ(২৫)। পুলিশ জানায় রোববার ০৬ নভেম্বর দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের পাশ্ববর্বী মৃত মোকছেদুল হকের ছেলে মাহফুজুল হকের বাড়ীতে অভিযান পরিচালনা
করে মাদক সেবন অবস্থায় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে ১ জনের নিকট থেকে ২৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।তাদের দেয়া তথ্য মতে বিকালে কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারের চাল হাটিতে উজ্জল মেডিকেল হল নামের একটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ৯০০ পিচ
ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।এ ব্যাপরে পুলিশ বাদী হয়ে আটক উজ্জল, চিত্ত রঞ্জন ও তাহেরুল এর বিরুদ্ধে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় বিক্রয়ের অভিযোগে এবং মাহামুদুল হাসান ওরফে পলাশ ও মাহফুজুল হকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা দায়ের করেছে। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সোমবার ০৭ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....