খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানাধীন মহালছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে থলীপাড়া মিশন মার্মা ওরপে মিসং এর দোকানে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১৮০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি মিশন মার্মা কে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (১নভেম্বর২০২২ইং)সকালের দিকে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো:হারুন উর রশীদ এর দিকনির্দেশনা অনুযায়ী মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কে আর আশরাফুজ্জামান, এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তা মহালছড়ি এলাকার মহালছড়ি সদর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের থলিপাড়া নামক স্থানে আসামীর দোকান হতে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আসামী মিশন মার্মা ওরপে মিসং কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মিশন মার্মা ওরপে মিসং মহালছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড থলীপাড়া এলাকার বাসিন্দা।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হারুন উর রশীদ জানান, আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১)সারণীর ২৪(গ)/ ধারায় মামলা রুজু করা হয় হয়েছে।মামলাটি তদন্তের জন্য এসআই(নিঃ) শ্রী মধুসুদন সরকারকে নিয়োজিত করা হইয়াছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।