সারাদেশের ন্যায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২২ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠানে যোগদান উপলক্ষে ২৮.১০.২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মোঃ নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খুলনা রেঞ্জ চুয়াডাঙ্গায় এসে পৌঁছান। এসময় জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন পুলিশ সুপার চুয়াডাঙ্গা অ্যাডিশনাল ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানান।
আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাহাব্বুর রহমান অফিসার ইনচার্জ সদর থানা, মোঃ আলমগীর কবীর অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ফকরুল আলম টিআই (প্রশাসন), মোঃ আনোয়ার হোসেন ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আব্দুল বারেক আরওআই রিজার্ভ অফিস চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।