শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আলমডাঙ্গায় পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উদযাপনে গতকাল সকালে ১০টার দিকে শিক্ষক সমাজের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। পরে সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুদ্দোহা, হারদী এম এস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান, হাট বোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সরকারি মাধ্যম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস, হোসেন, এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে আরো বক্তব্য রাখেন সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান সরকারি অধ্যাপক শেখ শফিকুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল মোনায়েম, সাইফুর রহমান, প্রভাষক শরীয়তুল্লাহ, আব্দুল হাই, খন্দকার ইকবাল হাসান, তাপস রশিদ, মনিরুজ্জামান, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিজ উদ্দিন প্রমুখ।