কক্সবাজারে সামাজিক নেতৃত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহনে ডু নো হার্ম বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে ইয়েস প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা সিসিডিবি। গত বুধ ও বৃহষ্পতিবার (২৬ ও ২৭ অক্টোবর) কক্সবাজারস্থ হোটেল মিশুক এর সম্মেলন কক্ষে এ কর্মশালায় অংশ নেন রামু ও সদর উপজেলার ৩০ জন সামাজিক নেতা।
বৃহষ্পতিবার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রকল্প সমন্বয়কারি এসকে মাসুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, সিসিডিবি ইয়েস প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার হাসিবুল হাসান সজল ও মর্জিনা আকতার। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়াবিদ মো. শাহরিয়ার খাঁন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাম্স, আবু হেনা সাগর ও মাহবুবুল আলম ইমন, মো. জুনাইদ ও ইসমত আরা।
সামাজিক দ্বন্ধ নিরসন, পারস্পরিক সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠায় সৃষ্টার কোন কিছুকে আঘাত না করা, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন বিষয়ে ২দিনের প্রশিক্ষণে আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন, দলীয় কর্মকান্ড উপস্থাপন করা হয়।