জীবননগর থানা এলাকায় হারিয়ে যাওয়া SAMSUNG GALAXY NOTE-9, SAMSUNG GALAXY 17 মডেলের ০২ (দুই) টি স্মার্টফোন এবং ১,০১,০০০/- (এক লক্ষ এক হাজার টাকা) হারানো সংক্রান্তে জীবননগর থানায় ভুক্তভোগী ১। মাওলানা জসিম উদ্দিন (৪০), পিতা-আব্দুল হাকিম, সাং-দর্শনা দক্ষিন চাঁদপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা সাধারণ ডায়েরী করেন যে, গত ইং-১৮/১০/২২ তারিখ মহেশপুর তার শ্বশুর বাড়ি এলাকা হতে মায়ের চোখের চিকিৎসার জন্য ১,০১,০০০/- টাকা ধার করে দর্শনায় যাওয়ার পথে জীবননগর থানাধীন চোরপোতা তেঁতুলিয়া নামক স্থানে পৌঁছালে তার স্ত্রীর ঘুমের ঝিমুনি আসার কারণে রাস্তার পাশে একটি মাঁচায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। কিন্তু বিশ্রাম শেষে ভুল বশত SAMSUNG GALAXY NOTE-9, SAMSUNG GALAXY 17 মডেলের ০২ (দুই) টি স্মার্টফোন এবং ১,০১,০০০/- টাকা সহ ভুক্তভোগীর স্ত্রীর ব্যবহৃত ভ্যানিটি ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে যায়। উক্ত সাধারণ ডায়েরীর বিষয়ে ভুক্তভোগীর অবস্থা বিবেচনায় পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়ের নির্দেশনার আলোকে অফিসার ইনচার্জ, জীবননগর থানা সর্বাধিক গুরুত্বারোপ করে জীবননগর থানায় কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেন। এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন হারিয়ে যাওয়া জিডি তদন্তকালে উক্ত SAMSUNG GALAXY NOTE-9, SAMSUNG GALAXY 17 মডেলের ০২ (দুই) টি স্মার্টফোন এবং ১,০১,০০০/- টাকা জীবননগর থানা এলাকা হতে উদ্ধার করেন। অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গা ইং-২৬/১০/২২ তারিখ প্রকৃত মালিকের নিকট উক্ত স্মার্টফোন এবং উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেন।