র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন যাবৎ অধিক মুনাফার লোভে সাধারণ মানুষের নিকট হতে চুরিকৃত মোবাইল ফোনের আএমইআই নম্বর পরিবর্তন করে সরবরাহের মাধ্যমে বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডের পেছনে ইন্ধন জোগাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ (সদর কোম্পানি) এর আভিযানিক দলটি এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং এই চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর ২০২২ তারিখ রাত আনুমানিক ২টা১০ মিনিটের সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বড়করিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিজিটাল ডিভাইস ও অনুমোদনহীন কম্পিউটার অ্যাপস ব্যবহার মাধ্যমে চুরিকৃত মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের দায়ে আসামী ১।মোঃ আকবর আলী শেখ (২৬), কে আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ০১টি মাউস ও ০১টি কীবোর্ডসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে তার সহযোগী মোবাইল ফোন বিক্রেতা আসামী ২। মোঃ মোহাম্মাদুল্লা শেখ (২২), উভয় সাং-বড়কড়িয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে চোরাইকৃত ১৪ টি মোবাইল ফোন, ১৭ টি মেমোরী কার্ড, ২১ টি সীমকার্ড এবং ০১টি ল্যাপটপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।