আলমডাঙ্গায় গাঙচিল ও সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা ও পাক্ষিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ও সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে আলোচনা সভা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর শনিবার বাদ আসর মুক্তমনায় ওই অনুষ্ঠানে আলোচনা সভা ও কবিতা পাঠের আসরে কবিতা আবৃতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও কবি এম. জামিরুল ইসলাম খান জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি,অবঃ শিক্ষক ও কবি ওমর আলী। প্রধান বক্তা ছিলেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশ্ব জগৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দ্রষ্টা, কবি আ,ফ,ম সিরাজ সামজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃতি করেন ডাঃ মহসীনুজ্জামান চাঁদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান,সিদ্দিকুর রহমান, রাসেল আহমেদ,কিশোর প্রমুখ।ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা মনিরুজ্জামান।