ডিআইজি বশির আহমদ (অপারেশন এন্ড মেইনটেন্যান্স), পুলিশ টেলিকম, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স মৌলভীবাজার জেলা পুলিশের DRM Training (Tire-3) System বাস্তবায়ন সংক্রান্তে কার্যক্রম পরিদর্শন করেন মঙ্গলবার ৪ অক্টোবর।
ডিআইজি মৌলভীবাজার পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অফ অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
ডিআইজি এসময় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের কার্যক্রম পরিদর্শন শেষে বড়লেখা থানার DRM Training (Tire-3) System টাওয়ার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ জাতীয় আরো খবর ....