সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুখ নিজ উদ্যোগে ইউনিয়নের ১৫ টি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার বিকাল হতে রাত পর্যন্ত প্রতিটি পূজা মন্দির পরিদর্শন শেষে নিজ অর্থায়নে ৩ হাজার করে ১৫ টি মন্দিরে ৪৫ হাজার টাকা প্রদান করেন।বিগত দশ বছর যাবৎ এই কার্যক্রম করে আসছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের আড়পাড়া পূজা মন্দিরে চেয়ারম্যান প্রবেশ করার সাথে সাথে আনন্দে আত্বহারা হয়ে পড়ে পূজা মন্দিরের কমিটি ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। তার উপস্থিতিতে তাদের দীর্ঘ দিনের সমস্যা , মন্দির ও রাস্তার উন্নয়নের বিষয় উপস্থাপন করেন। মির্জাপুর মন্দিরে পরিদর্শনে গেলে দেখা যায়, চেয়ারম্যানের আগমনে মন্দিরে উলুধ্বনি, শংক, ডাকের তালে এক মনোমুগ্ধকর ভাবে ব্যাতিক্রমি ভাবে চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান পুজা কমিটি। তারের মন্দিরে সার্বিক বিষয়ে খোজ-খবর নেন এবং একটি রাস্তা সংস্কারের জন্য প্রতিশ্রুতি দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড মেম্বর পান্না বিশ্বাস, ২ নং ওয়ার্ড মেম্বর মহিউদ্দিন খন্দকার, ৩ নং ওয়ার্ড মেম্বর গাজি হাফিজুর রহমান, ৪ নং ওয়ার্ড মেম্বর মাজারুল ইসলাম, ৫ নং ওয়ার্ড মেম্বর আলী ইমাম সর্দার, ৬ নং ওয়ার্ড মেম্বর জাহাঙ্গীর শেখ, ৭নং ওয়ার্ড মেম্বর কামরুল মোল্যা,৮নং ওয়ার্ড মেম্বর অসীম বিশ্বাস, ৯নং ওয়ার্ড মেম্বর সাধন কুমার বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হোসনে আরা বেগম, পারভীন বেগম,রাজিয়া পারভিন, বিছালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম,এম, সোহেল রানা আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন মোল্যা,যুবলীগ নেতা চন্দন বিশ্বাস, ছাত্র লীগ নেতা মেহেদী হাসান রিয়াজ প্রমুখ।