চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভিক্টোরিয়া জুবিলী (ভি.জে.) সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে সামাজিক সম্প্রীতি সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, , ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিলাল হোসেন , জামিল সিদ্দিকী ডিডি এনএসআই, রিয়াজুল ইসলাম জোয়ার্দার (টোটন)যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা, মোঃ আলমগীর হান্নান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।