সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩.১০.২০২২ খ্রিঃ রাতে চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন পূজা মন্দির, শিব মন্দির মহিলা সংঘ, বাগানপাড়া ও বোয়ালিয়া সার্বজনীন দূর্গা মন্দির সরজমিনে পরিদর্শন করেন মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ মহোদয়।
পূজা মন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ বজায় রাখার আহবান জানান। অতিরিক্ত ডিআইজি মহোদয় বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন শুরু হয়েছে। সকল পূজা মণ্ডপের আয়োজন খুব সুন্দর মনে হয়েছে। পূর্বের বছরগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকার কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপন করা হয়েছিল, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কম থাকার কারণে এবছর পূজার পরিবেশ স্বাভাবিক রয়েছে। পূজার নিরাপত্তায় জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন, পাশাপাশি প্রতিটি পূর্জামন্ডপে স্থায়ীভাবে আনসার-ভিডিপি কাজ করছেন । সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
এসময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স।