জীবননগর থানা এলাকা হতে চুরি যাওয়া একটি পুরাতন ব্যবহৃত টাটা কোম্পানীর ট্রাক, যার রেজিঃ নং- চুয়াডাঙ্গা-ট-১১-০৭৪৪ সংক্রান্তে বাদী মোঃ জামাল হোসেন(৪০), পিতা-মোঃ আব্দুল ওহাব, সাং-লক্ষীপুর মিলপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা জীবননগর থানায় এজাহার দায়ের করেন যে, গত ১৭.০৯.২০২২ তারিখ রাত অনুমানিক ১০ টা থেকে ১৮.০৯.২০২২ তারিখ সকাল অনুমানিক সকাল ৬ টার মধ্যে যেকোনো সময় জীবননগর থানাধীন লক্ষীপুর মিলপাড়া সাকিনস্থ বাদীর ব্যক্তিগত মালিকানাধীন জামাল এগ্রো ফুড প্রোডাক্ট এর সামনে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা সড়কের পার্শ্ব হতে চুরি হয়ে যায়। বাদীর উক্ত এজাহারের প্রেক্ষিতে জীবননগর থানার মামলা নং-০২, তাং-০১.১০.২০২২, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলার বিষয়ে ভুক্তভোগীর অবস্থা বিবেচনায় জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়ের নির্দেশনার আলোকে অফিসার ইনচার্জ, জীবননগর সর্বাধিক গুরুত্বারোপ করে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) এসএম রায়হান এর উপর মামলার তদন্তভার অর্পন করেন। এসআই(নিঃ)/এসএম রায়হান মামলাটির তদন্তভার গ্রহণ করে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ কেরামত আলী, এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেনদের সহায়তায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা ও থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর চুরি হওয়া উক্ত ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়।