জেলা পুলিশ, চুয়াডাঙ্গার সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থা চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায় মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২ স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন হয়েছে। ০১.১০.২০২২ খ্রিঃ বেলা ১২টার সময় আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান, জেলা শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা, নঈম হাসান জোয়াদ্দার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা, আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) চুয়াডাঙ্গা, জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা, ফখরুল আলম, টিআই (প্রশাসন), আরআই, আরওআই এবং বিভিন্ন স্কুল থেকে আগত দাবা খেলোয়াড় হিসেবে ক্ষুদে ছাত্র ছাত্রী ও সম্মানিত শিক্ষক মন্ডলী।