“হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন”-এ প্রতিপাদ্য নিয়ে (২৯ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস-২০২২ পালিত হয়েছে।
মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, ডা. এম এ আহাদ, মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, প্রোগ্রাম প্রযোজক মো: আল-আমিন প্রমূখ।
র্যালী পরবর্তীতে শহরের ঘড়ুয়া এলাকায় দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু বলেন, এ হার্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো অসহায়, গরীব যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদেরকে সেবা দেওয়া।
তিনি আরো বলেন, হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। হার্ট আমাদের রক্ষা করে, কিন্তু হার্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্য রোগের মতো চিকিৎসা পাওয়ার এতো সময় পাওয়া যায় না। এর জন্য হার্টের প্রতি যত্নশীল হতে হবে। হার্টকে গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশন কর্তৃক মৌলভীবাজার শহরের ঘড়ুয়া এলাকায় দিনব্যাপী ফ্রি সেবা দেওয়া হবে।