আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভাধীন শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদের গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, সাধারণ সম্পাদ জয় কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা রাকীবুল ইসলাম, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর মোহাম্মদ বাপ্পি, মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুন, কালিদাসপুর দুর্গা মন্দিরের সভাপতি সুশীল কুমার ভৌতিকা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, পৌরসভার সিএ এইচ আর জীবনের পরিচালনায় মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন রথ তলা দূর্গা মন্দিরের সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, কলেজ পাড়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদ কালু ঘোষ, বাবুপাড়া দুর্গা মন্দিরের কৃষ্ণ বিশ্বাস,স্টেশনপাড়া দূর্গা মন্দিরের সভাপতি সুভেন্দু সিংহ রায়, সাধারণ সম্পাদক বিধান বেদ, ক্যানেল পাড়ার দুর্গা মন্দিরের সভাপতি দেবদাস দে, সম্পাদক লিখন কুমার বিশ্বাস, গোবিন্দপুর দাসপাড়া দুর্গা মন্দিরের সভাপতি উজ্জল কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার, গোবিন্দপুর হরিতলা দুর্গা মন্দিরের সভাপতি সুশীল সাধুখা, কুমারী দুর্গা মন্দিরের সভাপতি অর্ধেন্দু কুমার সাহা, পুরাতন বাসস্ট্যান্ড দুর্গা মন্দির কমিটির সভাপতি সুধাংশু কুমার ব্যানার্জি,সাধারণ সম্পাদক গৌতম কুমার পাল, আনন্দধাম প্যানেল পাড়ার দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব দাস, সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....