আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভা আলমডাঙ্গা পৌর এলাকার সমন্বিত উন্নয়নের জন্য পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পৌরসভার ভিশনিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা এগারোটা দিকে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদের গনু। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা রাকীবুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, সাধারণ সম্পাদক জয় কুমার বিশ্বাস, এইচ আর জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন সার্ভেয়ার গোলাপ মুর্শিদা নিশি, কর আদায়কারী মুস্তাক আহমেদ, ক্যাশিয়ার মিজানুর রহমান প্রমুখ