চুয়াডাঙ্গা সদর থানাধীন নূরনগর কলোনীপাড়ার মৃত আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ আল মাকতুমা আখির সাথে চুয়াডাঙ্গা সদর থানাধীন পলাশপাড়াস্থ মাহাবুলের পুত্র শাওনের সাথে বিগত ০২ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকে মোছাঃ আল মাকতুমা আখির স্বামী মোঃ শাওন তাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছে। মোছাঃ আল মাকতুমা আখির স্বামী যৌতুকের দাবিতে মারধর করে তাকে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলে মিমাংসা হয়নি।
অবশেষে মোছাঃ আল মাকতুমা আখি তার স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর মাধ্যমে ২৮.০৯.২০২২ খ্রিঃ উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারে কর্মরত নারী পুলিশ সদস্যদের সদস্যদের সহায়তায় মোছাঃ আল মাকতুমা আখি ও মোঃ শাওন নিজেদের মধ্যে সব বিবাদ ভুলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হয়।