আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা।তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে জন্ম উৎসব পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনিআলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সোহেল রানা। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা শাইলা শারমিন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরা খাতুন, উপজেলা প্রকৌশলী আরিফউদৌলা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান, মোজাহিদুর রহমান, হাসানুজ্জামান সরোয়ার, মোখলেসুর রহমান শিরন প্রমুখ।