আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার জন্মদিন আনন্দঘন ও পরিবেশে পালিত হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে কলেজের স্কুলের হল রুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
আনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, ওজোপাডিকো উপ সহকারী প্রকৌশলী রোকন উদ্দিন ফিরোজ ছাড়াও সিনিয়র শিক্ষক মালেকা আরজুমান বানু ডলি, সুমাইয়া মুক্তা, জুবিরিয়া বেগম, সহকারী শিক্ষক শুকলা রাণী, রুমা খাতুন, রাবেয়া খাতুন, অর্পিতা পাল এবং সম্মানিত অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে কেক কাটা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
এ জাতীয় আরো খবর ....