২১ সেপ্টেম্বর ২০২২ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে রাঙ্গামাটি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার) ।
সভায় পুলিশ সুপার মহোদয় পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা । আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মনোনয়নকৃত সেচ্ছাসেবকেও সজাগ থাকতে হবে। আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহায়তা করবেন ততবেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরকার প্রদত্ত সকল নির্দেশনা যথাযথাভাবে অনুসরণ করা হবে মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পূজা কমিটির নেতৃবৃন্দের সসদ্যগণ উপস্থিত ছিলেন।