১৯ সেপ্টেম্বর ২০২২খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলায় কমর্রত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার আলমডাঙ্গার কৃতি সন্তান মীর আবু তৌহিদ,বিপিএম(বার) মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে রাঙ্গামাটিবাসীর নিরাপত্তা বিধান করা। আমি এই জেলায় পুলিশ সুপার হিসেবে আমি আমার টিমের সকল সদস্যদের নিয়ে রাঙ্গামাটি জেলার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। রাঙ্গামাটি জেলা নানান বৈচিত্র্যে ভরপুর। আমরা বিধিমত আইন এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেই বৈচিত্র্যের প্রত্যেকটা ক্ষেত্রকে সম্মান জানাতে চাই ও সম্মান রাখতে চাই। বাংলাদেশে ভার্চুয়ালে নারীরাই সবচেয়ে বেশী ভিকটিম, নারীদের ভার্চুয়াল নিরাপত্তার জন্য আমরা আলাদা বিশেষ সেল গঠন করবো, যেখানে ভার্চুয়াল ভিকটিম নারীদের হেল্প করা হবে। সর্বোপরি টেকনিক্যাল হেল্প করতে চাই এবং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো ট্রলারেন্স। পুলিশ এবং সাংবাদিকদের কাজে অনেক মিল রয়েছে। আমরা সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণে কাজ করতে চাই।
জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে মাননীয় আইজিপি মহোদয় এর নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।