রাজশাহীর বাঘায় ছুরিকাঘাত করেছে চাচা। এতে ভাতিজা শহিদ হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। শনিবার আড়ানী পৌর বাজারের তেতুলতলায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, বাঘা উপজেলার আড়ানী দিয়াড়পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শহিদ হোসেন শনিবার নিজস্ব ভ্যানে করে যাত্রী নিয়ে আড়ানীর হাটে আসছিলেন। ভ্যান নিয়ে আড়ানী বাজারের তেতুলতলা পৌঁছলে তার আপন ছোট চাচা চকসিংগা গ্রামের আজাহার হোসেনের ছেলে আবদুর রশিদ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে।
এ সময় চাচা আবদুর রশিদকে স্থানীয়রা আটক করে আড়ানী ঈদগাহ মাঠে ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ছুরিকাঘাতের বিষয়ে ঘটনাস্থল থেকে আবদুর রশিদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।