আলমডাঙ্গা থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল চারটার দিকে আলমডাঙ্গা থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন। বিশেষ অতিথি ছিলেন আলমমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, ওসি (তদন্ত) আব্দুল আলিম,ওসি (অপারেশন) একরামুল হোসেন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা। এস আই আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জেহালা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান শিরন, বেলগাছী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সহানুর রহমান, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুন্সী এমদাদুল হক, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, জেহালা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ধর্মীয় নেতা বাবুলাল, ক্যানেল পাড়ার দুর্গা মন্দিরের সাধারণ অনুষ্ঠান সাধারণ সম্পাদক লিমন বিশ্বাস, হারদী পূজা মন্ডপের সভাপতি সষ্টি রানী কর্মকার, সাধারণ সম্পাদক পদ্মারানী সাহা প্রমুখ। প্রধান অতিথি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রশাসন সতর্ক রয়েছে।
এ জাতীয় আরো খবর ....