ঢাকাWednesday , 10 December 2025
  • অন্যান্য
  1. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও পালা গান

Link Copied!

ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র(GUK) বাস্তবায়নে জেলা ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ‘’SWABOL’’ প্রকল্পের জেলা ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন ও পালাগানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ (লস্কর), শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধাক্ষ সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ও লেখক সংগঠক নাসরিন সুলতানা, উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি জয়গুন বেগম,সহ-সভাপতি সামছুসাহার

বেগমসহ উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।