চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরান হোসেন(২৩) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা।
গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে আলমডাঙ্গার রেলষ্টশনের পাশে গোবিন্দপুর মাঠ পাড়া থেকে কামালপুর রোডের এ ঘটনা ঘটে।
ইমরান কে মেরে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা, স্থানীয়রা ইমরান কে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে কতব্যর্ত চিকিৎসক কুষ্টিয়ায় রেফার্ড করেন , কুষ্টিয়া সদর হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
এদিকে জানা যায় যে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ার জুড়ন আলীর ছেলে আল ইমরান আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইলেকট্রনিকস মিস্ত্রি। আব্দুল জুড়ন আলীর দুই ছেলের মধ্যে আল ইমরান ছোট।তিন বছর আগে বিয়ে করেছে ইমরান।
মৃত আল ইমরানের পিতা জুড়ন আলী বলেন আমার ছেলে (ইমরান) আমাকে বলে আব্বা আমি কাজে গেলাম, কিন্তু কিছু ক্ষন পর শুনি ইমরান কে কারা মেরেছে, তারপর শুনছি ইমরান মারা গেছে, এটা হতে পারে না,আমার সন্তান হত্যার বিচার চাই।
আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান খুনের ঘটনায় সরাসরি দুজন অংশ নেন। দুজনই ইমরানের পূর্ব পরিচিত। হামলাকারীদের নাম-পরিচয় জানা গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি কে আটক করতে পারেনি।