রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে ইউসুফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রবিউল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে এসআই সুজন আলী ও এএসআই রাজু আহম্মেদ, মামুনুর রশীদ মামুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইউসুফপুর শ্রীখন্ডী গ্রামে অভিযান চালায়। এ সময় ইকবাল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে রবিউলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বাজার করা ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটক রবিউল ইসলাম চারঘাট উপজেলার ১ নং ইউসুফপুর ইউনিয়নের “শ্রীখন্ডী মধ্যপাড়া” গ্রামের তোফসেল আলীর ছেলে। সে ১নং ইউসুফপুর ইউনিয়ের ৯নং ওর্য়াড সদস্য। জনপ্রতিনিধির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, আসামী রবিউলকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয় এবং বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়।