চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার এসআই (নিঃ) গোপাল চন্দ্র মন্ডল, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভাধীন নারায়নপুর মোড়স্থ জনৈক আমিনুর রহমানের ‘আনিকা স্টোর’ নামক মুদি দোকানের সামনে গঙ্গাদাসপুর- টু-জীবননগররোডে পাকা রাস্তার উপর হতে অদ্য ০৭.০৯.২০২২ খ্রিঃ সময় সকাল ৯টা ৫০ মিনিটের সময় ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল যা মোটরসাইকেলে অভিনব কায়দায় সাজানো অবস্থায় ধৃত আসামী ১. মোঃ মিকাইল হোসেন (৪০), পিতা-মৃত নওশের আলী, সাং-কোর্টপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।