চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ জেলা সামাজিক সম্প্রীতির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান-এর সভাপতিত্বে
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)
মোঃ আরাফাত রহমান, মোঃ আলমগীর হান্নান
সংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, মার্টিন হিরো চৌধুরী সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা। সভায় বক্তাগণ সামাজিক সম্প্রীতি বজায় রেখে সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর ....