চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই (নিঃ) মামুনুর রসিদ, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর মোড়ের জনৈক সজলের মুদি দোকানের সামনে হতে অদ্য ০৩.০৯.২০২২ খ্রিঃ সময় ৭ টা ৩০ মিনিটের সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল যা মোটরসাইকেলে সেটিং করা অবস্থায় ধৃত আসামী ১. মোঃ মহিদুল ইসলাম জিন্নাত(২৫), পিতা- মোঃ বিল্লাল হোসেন, সাং- নাস্তিপুর, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গার হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।