রাজশাহীর কোট এলাকায় হাইটেক পার্কের সামনে পদ্মা নদী থেকে এক যুবকের লাঁশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে লাঁশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় নৌপুলিশ। তবে এখনো লাঁশের পরিচয় সনাক্ত করা যায়নি।
রাজশাহী মহানগর নৌপুলিশের ওসি ওবাইদুল হক বলেন, সকালে হাইটেক পার্ক এলাকায় একটি লাঁশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান গিয়ে লাঁশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ৫/৭ দিন আগে মারা যাওয়া লাঁশ।
তিনি বলেন, লাঁশের পরণে ছিলো কালো প্যান্ট ও বেল্ট। লাঁশ উদ্ধারের পর রাজশাহী সিআইডি টিম এসে আলমত সংগ্রহ করে নিয়ে গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাঁশ মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত লাঁশের পরিচয় নিশ্চিত করা যায় নি। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।