রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিন সন্ত্রাসীকে উপস্থিত করে এই তথ্য জানান পুলিশ সুপার এসএম রাশিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমদ, সুজন চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। পুলিশ সুপার এসএম রাশিদুল হক বলেন, দীর্ঘ সময় পালাতক থাকা এসব সন্ত্রাসী এখন সংগঠিত হয়ে ডাকাতিসহ অপরাধ কর্মের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তাদের অবস্থান সনাক্ত করে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৬টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র, ১১৩ রাউন্ড গুলি, ১০টি শটগানের কার্তুজ ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের রাজাপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে মো. নুরুল আবছার (৪৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান টিটু (৫৫) ও হাটহাজারীর কুয়াইশ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)। মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। জব্দ করা অস্ত্র সমূহের মধ্য রয়েছে- যুক্তরাষ্ট্রের নির্মিত অত্যাধুনিক একে-২২ রাইফেল দুটি, ইতালির নির্মিত পিস্তল একটি, থ্রি নট থ্রি রাইফেল একটি, একনলা বন্দুক একটি, এলজি একটি।