সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে অদ্য ৫.০৮.২০২২ খ্রিঃ বিকাল ০৪ ঘটিকায় দর্শনা অডিটোরিয়াম চত্বরে হাজী মোঃ আলী আজগার টগর, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২ আসন মহোদয়ের উদ্যোগে ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আলী আজগার টগর, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২, বিশেষ অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, ডাঃ মোঃ সাজ্জাৎ হোসেন, সিভিল সার্জন চুয়াডাঙ্গা, ডাঃ অরিন্দম সামান্ত, ডিরেক্টর, রুবি জেনারেল হাসপাতাল, কলকাতা, ভারত, মোঃ মাহফুজুর রহমান মনজু, সভাপতি ও শহিদুল ইসলাম, সাধারণসম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, দামুড়হুদা উপজেলা শাখা, চুয়াডাঙ্গা, আলি মনছুর বাবু, চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা পরিষদ, চুয়াডাঙ্গাসহ ভারতীয় ও বাংলাদেশের চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসা সেবা প্রত্যাশী জনসাধারণবৃন্দ।