রাজশাহীতে দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. পলাশ উদ্দিন (২৬)। রবিবার (৩১ জুলাই) সকাল ১১ টার সময় নগরীর সিটির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ কুষ্টিয়ার শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের মৃত সামসু আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে সিটির হাট এলাকায় দুইটি ভটভটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।