1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুরাতন সাতক্ষীরা মোড়ে গণআন্দোলন জোটের পথসভা মৌলভীবাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত  মৌলভীবাজারে পুলিশ সুপার’র সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের দুই লাখ টাকা জরিমানা  আলমডাঙ্গায়  সংবাদ সম্মেলন করেছে ফিড ব্যাবসায়ী বাবুলার রহমান নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে তরুণদের র‍্যালি, মানববন্ধন তানোর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ বহাল রাখতে নড়াইলে ইউপি চেয়ারম্যানের স্মারকলিপি প্রদান রায়পুর, হাসাদহ এবং  কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে তিন যুবক!

ডেক্স নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৭৭ বার নিউজটি পড়া হয়েছে

জীবনের চেয়ে মুল্যবান কোন কিছু নেই। প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আমাদের চলাচলকে সহজ করতে মোটরসাইকেল কিনছি। কিন্তু মোটর সাইকেল কিনে আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুলে যায় আমাদের নিজেদের সেফটির কথা তাই অসাবধানতার কারনে সড়কে ঝড়ছে হাজার হাজার তরতাজা প্রাণ। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে হলে আমাদের উচিৎ হবে মোটর সাইকেল কেনার আগে রায়ডার্স সেফটি কেনা তাহলে কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব।

নিচে কিছু রাইডার্স সেফটির বিষয়ে আলোচনা করা হলঃ-মোটরসাইকেল বা বাইক যাই বলি না কেন এটি চালাতে বা রাইড করতে আমাদের সবারই ভালো লাগে। যদিও এটি একটি বিপদজনক বাহন। তবুও পুরো পৃথিবী জুড়ে মোটরসাইকেল ট্রান্সর্পোটেনশ এর ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে। কারণ এটি স্বাধীন ভাবে ঘুরে চলা সবাইকে আকৃষ্ট করে। বাইক রাইডিং অনেক বেশি ইনজয় ফুল, স্বাধীন এবং কিছুটা বিপদজনক বিধায় কিছু সাবধানতা অবল্বন করা জরুরী।

Motorcycle Riding Gear – বেসিক এপারেলস
মোটরসাইকেল রাইডারদের জন্য প্রথম ও গুরুত্বপূর্ন যে বিষয়টি, তা হলো রাইডার্স সেফটি। যেহেতু এটি দু চাকার একটি বাহন। তাই রাইডিং বিপদজনক ও দুর্ঘটনাও ঘটে থাকে যদি কেউ সাবধানে বাইক রাইড না করে। এছাড়া অন্য বাইকার ও পথচারীদের কারনেও অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তাই মোটরসাইকেল রাইডারদের জন্য সেফটি অনেক বেশি গুরুত্বপূর্ন। সেফটির জন্য রাইডারের সেফটি গিয়ার ও এপারেলস ভাইটাল ইস্যু। তবে সবার জন্য নির্দেশনা হচ্ছে মিনিমাম সেফটি গিয়ার পরিধান করা বা যতটুকু পারা যায় ততটুকু সেফটি গিয়ার পরিধান করা। সেফটি গিয়ার পরিধান করলে রাইডার কে ক্লান্তি, বাতাসের চাপ, ধুলা-বালি এমনকি শরীরে আচড় পরা থেকে রক্ষা করে থাকে।motorcycle riding gear protective apparelসাধারন ভাবে রাইডিং এর ক্ষেত্রে আমরা কিছু কমন ও স্ট্যান্ডার্ড রাইডিং গিয়ার লিস্ট করেছি। এই সেফটি গিয়ার গুলো আপনার সচরাচর চলাচলে বা প্রতিদিনের রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই পরতে হবে।

ফুলফেস হেলমেট এবং রংবিহীন ও ন্যাচেরাল ট্রান্সপারেন্ট ভাইসর ব্যবহার করতে হবে। সুরক্ষাকারী বুট জুতা ব্যবহার করতে হবে। যা আপনার পা এবং এঙ্কেল কে রক্ষা করবে।
এক জোড়া ফুল সাইজ গ্লাভস। নি ও এলবো গার্ড। অল ওয়েদার উইন্ড ব্রেকার

এই গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ও কমন সেফটি গিয়ার যা যেকোন দেশে এবং যেকোন রাস্তায় রাইডিং এর জন্য প্রয়োজন। কিন্তু যখনই কোন রাইডার দূরে বা লং ট্যুরে জন্য যাবেন তখন অতিরিক্ত কিছু সেফটি গিয়ার অত্যাবশ্যক।

একটি হচ্ছে পুরো বডি সেফটি গার্ড। এছাড়া এলবো গার্ড, কাধ, মেরুদন্ড এবং বুক কে কভার করে থাকে। আপনি চাইলে সব গুলো আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারেন। আপনি কেল্ভারের জ্যাকেট ও ট্রাউজার ব্যবহার করতে পারেন। রাইডিং জ্যাকেট ও ট্রাউজার লং রাইডের জন্য কমন সেফটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel