অভিযানঃ-
(সোমবার ২৫ জুলাই ২০২২ খ্রিঃ) ডিবি যশোরের এস.আই (নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/এস.এম ফুরকান, এএসআই(নিঃ)/মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১০.৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন চাচড়া ডাল মিল পশ্চিমপাড়া (পৌরসভা ৫ নং ওয়ার্ড) সাকিনস্থ জনৈক মোমিনুর রহমান (২৮), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-অমৃত বাজার মাগুরা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর এর মুদি দোকানের সামনে চাচড়া চেকপোস্ট মোড় হতে পালবাড়ী গামী (ঢাকা রোড) পিচের রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ নুর ইসলাম (৫৩), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-মৃত রহিমা বেগম, সাং-গাতীপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪৫,০০০/-টাকা এ সংক্রান্তে এএসআই(নিঃ)/এস.এম ফুরকান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।